জাকির হোসেন সুমন ব্যুরো চীফ ইউরোপ :ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ওয়ান প্লানেট সামিতে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় প্যারিস পৌছবেন প্রধন মন্ত্রী শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একই লক্ষ্য অর্জনে দুই হাজার বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সেক্টরের অংশগ্রহণকারীসহ একশ’র বেশি বিশ্ব নেতা এই সামিটে যোগ দেবেন ।
সোমবার সকালে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। দলীয় প্রধান শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইতালী আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্যারিস যাচ্ছেন।ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে নেতৃবৃন্দ ফ্রান্সে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাবেন।ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী,যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু,সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীনু,প্রচার সম্পাদক মান্নান মাদবর মন্জু,ভেনিস আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাছের উদ্দিন,মিলান লোম্বাদিয়া আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আসমা জাকির,ইতালীআওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শিমুল,যুবলীগ সদস্য সাইদুর রহমান,নাপলী আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন,সহ আরে অনেকে। ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী ১২ ডিসেম্বর প্যারিসে পৌছবেন বলে জানা গেছে। এ দিকে ইতালী আওয়া লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু ১০ ডিসেম্বর প্যারিস পৌছান এবং ইউরোপ , ফ্রান্স আওয়ামীলীগের নেতা কর্মীদের সাক্ষাৎ করেন। রবিবার রাতে গার্দো নদ এলাকায় ফ্রান্স আওয়ামীলীগের এক পথ সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply